নাটক:- বেশি বলে বুলবুলি 
Download (480p)
দেখে ফেল্লাম Tawsif Mahbub এবং Tanjim Saira অভিনীত "বেশি বলে বুলবুলি"
নাটকের গল্পটি আবর্তিত হয়েছে দুইজন ভিন্ন ধাঁচের একজন বেশি কথা বলে, আরেকজন হাড় কিপটা।
তটিণীর সঙ্গে তৌসিফ মাহবুব ভাইয়ার কেমিস্ট্রি ছিল এক কথায় দুর্দান্ত।
এই নাটকে তৌসিফ মাহবুব নিঃসন্দেহে আবার প্রমাণ করেছেন কেন তিনি আজকের সময়ের অন্যতম সেরা অভিনেতাদের একজন। কম কথায় বেশি বলার শিল্প যে তিনিও জানেন, সেটা "বেশি বলে বুলবুলি" নাটকে আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। তৌসিফ ভাইয়ার চরিত্রটি যতটা না কথায় প্রকাশ পায়, তার চেয়ে বেশি প্রকাশ পায় চোখে, অভিব্যক্তিতে, আর নীরবতায়।
তটিণীর আবেগঘন সংলাপের মাঝে তৌসিফ ভাইয়ার এক্সপ্রেশন ছিলো সেই ভারসাম্য যা নাটকটিকে করেছে আরও বেশি মজবুত সংলাপের চেয়ে চোখ, মুখের ভঙ্গি এবং নীরবতা দিয়েই বেশি কথা বলেছেন।
নাটকটা হাসির হলেও আমি শিখতে পারলাম কোনো কিছু অতিরিক্ত ভালো নয়।
বেসি কৃপণতা একটা সংসার নষ্ট করে জীবন ও নষ্ট করে দিতে পারে
এবং বেশি কথা বলা ও কৃপণতার সাথে সমান গুরুত্বপূর্ণ দুটো কাজি অতিরিক্ত ক্ষতিকর।
নাটকের শুরুতে মজা পেলেও শেষের দিকে ইমোশনাল হয়ে গেছি,ভালোবাসা কাজ করেছে
চোখ ও মনের শান্তি মিলেছে, এবং ব্যাকগ্রাউন্ড যে ফানি সাউন্ড গুলো খুবি আনন্দ দিয়েছে
বাকি চরিত্র তাদের জাগা থেকে সবাই পারফেক্ট ছিলো
মা বাবা হিসাবে দু'জনের অসাধারণ
নাটকের শেষের ফিনিশিং টাও সুন্দর ওভারল আমার কাছে নাটকটা খুবি ভালো লেগেছে
0 comments: